সিনিয়র ক্রিকেটারদের নিয়ে পাপন ভাইয়ের কথা যৌক্তিক: আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক : একদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সিনিয়র ক্রিকেটাররা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে বোর্ড হস্তক্ষেপ করবে। এবার তার কথার সঙ্গে সুর মেলালেন জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক।

শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের দিন মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন রাজ্জাক, ‘পাপন ভাই যেটা বলেছেন, এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলেননি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার।’

সিনিয়য়দের নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্যে স্পষ্ট হয়, মুশফিকুর রহিমকে ইঙ্গিত করছেন তিনি। কেন না মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন, তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে নিয়েছেন বিরতি, আর সাকিব আল হাসান সব সংস্করণ খেললেও তাকে নিয়মিত টেস্টে পাওয়া যায় না। একমাত্র মুশফিকই সব সংস্করণে খেলছেন।

তবে রাজ্জাক বলছেন, শুধু মুশফিককে বলা হয়নি। এটা সবার জন্য। তিনি বলেন, ‘সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। মুশফিকের নাম তো উচ্চারণ করেননি (পাপন ভাই)। আমি আসলে জানি না। এটা সবার জন্য, যদি এরকম হয়, কেউ মনে করে, সে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে।’

এর আগে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের এই খেলোয়াড়দের আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নিক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

রাজ্জাকও এমন কথাই বলেছেন আজ। তামিমের টি-টোয়েন্টির উদাহরণ টেনে জানিয়েছেন কারো যদি এমন মনে হয়, জানানো উচিত। আর যদি তাদেরও মনে হয়, কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলা উচিত তাহলে বলবেন।

‘এখনও আসলে এরকম কোনো কিছু হয়নি। হলে অবশ্যই আমরা কথা বলব। কথা বলতে সমস্যা কিসের। যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা দরকার, কোনো সমস্যাই নেই। আমি মনে করি না কোনো সমস্যা আছে। যখন আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব নিশ্চিতভাবে আমরা কথা বলব।’- এভাবেই বলেন এই নির্বাচক।

 

পূর্ববর্তী নিবন্ধকোভিড পজিটিভ সাকিব আল হাসান
পরবর্তী নিবন্ধমারা গেছেন সন্তুরবাদক শিবকুমার শর্মা