সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরবেন তামিম ইকবাল, আশা পাপনের

স্পোর্টস ডেস্ক : হুট করেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি।

তামিম শুধু ক্রিকেটারই নন, দলের অধিনায়কও বটে। তার এমন সিদ্ধান্ত সবার জন্যই ছিল চমক, সেটিও আবার সিরিজের মাঝপথে।
মাস তিনেক পর ভারতে বসবে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পরিকল্পনাও করা হয়েছিল তামিমকে ঘিরে। এখন তার অবসরে সবকিছুই এলোমেলো হয়ে গেছে। একদিন পরই দলের খেলা, দ্রুতই নতুন অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এমন অবস্থায় তামিমকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (০৬ জুলাই) তামিমের বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রাত ৯টার পর বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। পরে বৈঠক শেষে রাত ১২টার পর শুক্রবার (০৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বোর্ড কর্তা।

সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। পরে খুদেবার্তা পাঠিয়েছেন তার ভাই ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের কাছে। এখন সেই উত্তরের অপেক্ষায় আছেন বোর্ড কর্তারা।

ক্রিকেট বোর্ড সভাপতি পাপন বলেন, ‘আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। এ কারণে তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি। ’

তিনি বলেন, ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক। ’

বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর আহ্বান জানানো হবে কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

তামিমের অবসরের কারণ হিসেবে অনেকে পাপনের প্রতি ক্ষোভকে দায়ী করছেন। পুরোপুরি ফিট না হয়ে খেলার কথা বলায় তামিমের প্রতি বিসিবি সভাপতি নাখোশ থাকার কথা জানান। যদিও পাপন মনে করেন না, তার কারণে অবসরে নিয়েছেন তামিম। অপেক্ষা করতে চান তার খুদেবার্তার উত্তরের।

পাপন বলেন, ‘আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে। তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করবো। একটা সিরিজ চলছে, তিনি অধিনায়ক, শুধু খেলোয়াড় না; একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না। আমি মনে করি এটা ঠিক না। আমাদের এখানেই এটা শুরু হয়েছে। ’

এ সময় ক্রিকেটারদের একটি আহ্বানও জানান পাপন, ‘রিয়াদের অবসরের পর আমি বলেছি, কোনো প্লেয়ার যেন ভবিষ্যৎ পরিকল্পনা কী, অবসর পরিকল্পনা কী; আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। তারা যেন আমাদের বলে। আমরা তাদের সুন্দরভাবে বিদায় দিতে চাই। বলার পরও যদি না করে, তাহলে আমাদের কী করার বলেন। ’

একদিন পরই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে পাপন বলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে, আমরা চাচ্ছি তিনি সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। তিনি আমাদের কাছে এখনও পদত্যাগ করেনি। ’

 

পূর্ববর্তী নিবন্ধঅর্থ আত্মসাতের মামলায় আবারও কোর্টে জ্যাকুলিন ফার্নান্দেজ
পরবর্তী নিবন্ধআদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন নীহারিকা