সিদ্ধান্তহীনতায় মৌসুমী হামিদ

পপুলার২৪নিউজ ডেস্ক:
নাটক নাকি সিনেমা- কোথায় যাবেন মৌসুমী হামিদ। টিভি পর্দায় অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেন। মোটামুটি প্রতিষ্ঠাও পেয়েছেন।

এরপর বড় পর্দার ডাকে সাড়া দিয়ে ওখানেও নিজের প্রতিভার ঝলক দেখানোর চেষ্টা করেন। কিন্তু বিধিবাম! নাটকে অভিনয়ের মতো দর্শক মাতাতে পারেননি সিনেমায়।

তিনটি সিনেমা মুক্তি পেলেও মৌসুমীর ঝুলিতে সফলতার পরিমাণ খুবই কম। তাই বাধ্য হয়ে নাটকেই ফিরতে হল তাকে। যদিও নিজেকে চিত্রনায়িকার বদলে অভিনেত্রী পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সিনেমায় ব্যর্থ তারকাদের সবাই নিজেদের নায়িকার বদলে অভিনেত্রী পরিচয় দেন। যখন সফলতা পান তখন আবার ‘নায়িকা’ বললে খুশি হন।

নাটক নাকি সিনেমা- এ দ্বিধাদ্বন্দ্বের মধ্য থেকে সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী। নাম ‘শটকার্ট ভালোবাসা’। পরিচালনা করেছেন মো. রবিউল শিকদার। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।

অন্যদিকে সিনেমার মায়াও ছাড়তে পারছেন না এ অভিনেত্রী। চলতি বছরের মাঝামাঝি সময়ে সুমন আনোয়ার পরিচালিত ‘কয়লা’ ছবিতে শুটিং শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এ তারকা। বললেন, ‘এ ছবিটি সমসাময়িক অনেক চলচ্চিত্রের গল্প থেকে একেবারেই আলাদা। এটি যথাযথভাবে নির্মাণ করা গেলে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করবে।’ এছাড়া ‘অলসপুর’, ‘সংসার’, ‘গাঁয়ে মানেনা আপনি মোড়ল’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘সিনেমাটিক’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পরবর্তী নিবন্ধআফ্রিদি ঝড়ে জয় পেল পেশোয়ার