সিঙ্গাপুরে তেলের ট্যাংকার-মার্কিন যুদ্ধ জাহাজ সংঘর্ষ : নিখোঁজ ১০

পপুলার২৪নিউজ ডেস্ক :
সিঙ্গাপুর উপকূলে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস জন ম্যাককেইনের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় পাঁচজন আহত ও ১০ জন নিখোঁজ রয়েছে।

মার্কিন সামরিক হেলিকপ্টার, সিঙ্গাপুরের নৌবাহিনী ও কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে সিঙ্গাপুরের পূর্ব উপকূলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, সিঙ্গাপুরের পূর্ব উপকূলে ইউএসএস জন ম্যাককেইন বন্দরে প্রবেশের প্রস্তুতিকালে লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার আলনিক এমসির সঙ্গে সংঘর্ষ হয়।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, সংঘর্ষের ঘটনায় ইউএসএস জন ম্যাককেইনের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ডেস্ট্রয়ারের সঙ্গে কোনো তেলবাহী ট্যাংকারের এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা।

এর আগে, গত জুন মাসে ফিলিপাইনের তেলবাহী এক ট্যাংকারকে ধাক্কা দেয় ‘ইউএসএস ফিটজেরাল্ড’। ওই সংঘর্ষের ঘটনায় ৭ মার্কিন নাবিক নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩৬ ঘণ্টা পর উত্তর-দক্ষিণের সঙ্গে ঢাকার ট্রেন চালু
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছেন : প্রধানমন্ত্রী