পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়ার দক্ষিণ মুসলিমাবাদে জ্বলন্ত বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে একটি ঝুট কাপড় (তৈরি পোশাক কারখানার টুকরা কাপড়) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি তিনতলা ভবনের অংশ বিশেষ ক্ষতিগ্রস্তসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সোমবার ভোরে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী রূপন কান্তি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ মুসলিমাবাদের মেসার্স মা রাজিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঝুট কাপড়ের গুদামে বিড়ি-সিগারেট থেকে আগুন লেগে যায়।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।