আমরা বিগত ১৮ এপ্রিল ২০২১ একটি পত্রিকায় প্রকাশিত ‘সিকদার পরিবারে গৃহবিবাদ’ এই বিভ্রান্তিকর খবরের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রি মহল সিকদার পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে এবং বিভ্রান্তিকর খবর দিয়ে দেশে এবং আন্তর্জাতিক ভাবে সিকদার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাচ্ছে। সিকদার পরিবারের অটুট বন্ধনের বিরুদ্ধে এই মিথ্যা ও বিভ্রান্তিকর খবরের জন্য আমরা সকলে একসাথে এর তীব্র প্রতিবাদ জানাই এবং ক্ষোভ প্রকাশ করছি। এ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, পারভীন হক সিকদার, রিক হক সিকদার ও রন হক সিকদার।