সিএমজেএফের সভাপতি জিয়া ও সাধারণ সম্পাদক আবু আলী

নিজস্ব প্রতিবেদক:

দেশের পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। তিনি ভোট পেয়েছেন ৩৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারাবাংলা ডটনেট স্পেশাল করোসপন্ডেট গোলাম সামদানী ভূইয়া পেয়েছেন ৩২ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তিনি ভোট পেয়েছেন ৪১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজনেস আওয়ারের সম্পাদক আমিরুল ইসলাম নয়ন পেয়েছেন ৩০ ভোট।

শুক্রবার সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

৭৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। ২০২২-২০২৩ মেয়াদে নির্বাচিত কমিটির দায়িত্ব পালন করবেন।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জেবুন্নেসা আলো। তিনি পেয়েছেন ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভি’র মেহেদি হাসান আল বাকার পেয়েছেন ৩৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের প্রধান প্রতিবেদক গিয়াস উদ্দিন ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিবেদনের এম সাইফুল পেয়েছেন ৩২ ভোট।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টর নিয়াজ মাহমুদ সোহেল পেয়েছেন ৪০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাগো নিউজের সাইদ শিপন পেয়েছেন ৩১ ভোট।

কমিটির ৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে নির্বাচিত হয়েছে কালের কন্ঠের রোকন উদ্দিন মাহমুদ, বিজনেস স্ট্যান্ডার্ডের রফিকুল ইসলাম, যমুনা টিভির আলমগীর হোসেন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বাবুল বর্মন। পঞ্চম হয়েছেনে যৌথভাবে ঢাকা প্রতিদিনের হুমায়ন কবীর বাবু ও নিউএইজ মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২
পরবর্তী নিবন্ধশপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী