সিএমএসএমই খাতের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা 

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ এর আওতায় সিএমএসএমই ((CMSME)) খাতের প্রণোদনা প্যাকেজ এর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক ভার্চুয়াল সভা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোনালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: আতাউর রহমান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ জাকির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টও জনাব মোঃ আফজাল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ জাহিদুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আব্দুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: মুরশেদুল কবীর, চীফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব সুভাস চন্দ্র দাস, এসএমই ডিভিশনের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ আবদুল ওয়াহাব ও হেড অব এসএমই ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো: শাহ্ আলম, এবং এ ব্যাংকের সকল জিএম অফিস, জিএম প্রধান কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিস, রিজিওনাল অফিস, কর্পোরেট শাখা প্রধানসহ সকল শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় কোভিড-১৯ এর আওতায় সিএমএসএমই খাতে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ব্যাংকের ই-সেবা, ট্রেজারী চালান, রুরাল ক্রেডিট ডিভিশন/মাইক্রো ক্রেডিট ডিভিশন এর প্রণোদনা প্যাকেজের বিষয়েও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬৪