সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (৩ মার্চ) সকালে এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী জানান, এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি রয়েছেন।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত। তার বর্তমান বয়স ৮২ বছর।

পূর্ববর্তী নিবন্ধচার মাসে ৪৪২ প্রকল্প সমাপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধযুবরাজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের আবেদন