আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম:
উত্তর ফটিকছড়ির হেঁয়াকো টেক্সী ও সিএনজি চালক সমবায় সমিতির বিধিমালা বহির্ভূত নির্বাচন অনুষ্টানের অভিযোগ তদন্ত সম্পন্ন হয়েছে।
সংগঠনটির সাবেক সভাপতি আবু তৈয়ব এবং সাবেক সহ সাধারন সম্পাদক শহিদুল্লাহ্ করা চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৯ শে জানুয়ারী রবিবার চট্টগ্রাম জেলা সমবায় অফিসের ইন্সপেক্টর আবু সৈয়দ হেঁয়াকোতে অবস্থিত সমিতির কার্যালয়ে বিষয়টি তদন্তে আসেন।
তদন্তকালে উভয় পক্ষ বাক বিতন্ডায় জড়ালে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় নির্বাচিত কমিটিকে ভূয়া ও মনগড়া উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তার সামনে কমিটির সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে নানা শ্লোগান দেয়।
এ সময় বিক্ষোদ্ধ সদস্যরা হেঁয়াকো টেক্সী ও সিএনজি চালক সমবায় সমিতির গঠিত অবৈধ কমিটি বাতিল করে পুণঃ নির্বাচনের দাবীও জানান।
অভিযোগকারীরা বলেন, এটা একটা মনগড়া কমিটি, এই কমিটি গঠনের ব্যাপারে সমিতির অধিকাংশ সদস্যরা কিছুই জানে না। তারা এই কমিটি বাতিল করে সময়ায় আইনে নতুন নির্বাচন দিয়ে সকল সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করার দাবী জানান।
অন্যদিনে বিতর্কিত কমিটির সভাপতি আহমদ রশীদ জানান, সমবায় বিধি অনুযায়ী সিলেকশনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। যদি বিধি অনুযায়ী করা নির্বাচনে কোন ভুল থাকে তাহলে তদন্ত করে পুনঃনির্বাচন হবে আর ভুল না থাকলে নির্বাচন হবে না।
তদন্তকারী চট্টগ্রাম জেলা সমবায় অফিসের ইন্সপেক্টর আবু সৈয়দ বলেন, দুই পক্ষকে তাদের স্ব-পক্ষে লিখিত কাগজ-পত্রাদি দপ্তরে জমা দিতে বলেছি। আগামী ৩০ তারিখ এই ব্যাপারে একটা সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য যে, সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৭ সালের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে ২০২০ সালের ১৬ জানুয়ারি কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন নির্বাচন না দিয়ে সমবায় কর্মকর্তা বরাবরে ১০/১২/২০১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে কাগজ পত্র দাখিল করে।