সিএনএনকে নিয়ে ট্রাম্পের নতুন কাণ্ড!

পপুলার২৪নিউজ ডেস্ক:
গণমাধ্যমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তিক্ততা নতুন নয়। এবার সেটি মার্কিন প্রেসিডেন্ট সরাসরি প্রকাশ্যে আনলেন।

রোববার তিনি নিজের টুইটার পেজে একটি ভিডিও তুলেছেন, যাতে এক ব্যক্তির ওপর চড়াও হন ট্রাম্প। আর ওই ব্যক্তির মুখ ঢেকে ছিল সিএনএন ব্যানার।

এই ভিডিওটি ২০০৭ সালের ডাব্লিওডাব্লিওই রেসলিংয়ের; তখন সত্যিকার অর্থেই রিংয়ের বাইরে ভিন্স ম্যাকমাহনের ওপর চড়াও হয়েছিলেন ট্রাম্প।

ওই ভিডিওতে ম্যাকমোহানকে ফেলে কিল-ঘুষি মেরেছিলেন ট্রাম্প। সেই ভিডিওটিই এডিটিং করে টুইটারে তুলেছেন তিনি, তবে ম্যাকমোহানের মুখ সিএনএন দিয়ে ঢেকে; যেন তিনি সিএনএনকিই মারছেন।

প্রেসিডেন্টের এই আচরণকে গণমাধ্যমের প্রতি সহিংসতা বলে আখ্যায়িত করেছে সিএনএন।

টেলিভিশনটির প্রদায়ক আনা নাভারো এবিসি টেলিভিশনে এক অনুষ্ঠানে বলেন, এটা সহিংসতার উসকানি। তিনি গণমাধ্যমের কাউকে হত্যা করতে চান।

তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টমাস বোসার্ট বলেছেন, প্রেসিডেন্টের এই টুইটকে কেউ হুমকি হিসেবে দেখবে না।

প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে সিএনএনের সঙ্গে রীতিমতো ঝগড়া চলছে ট্রাম্পের। সিএনএনকে তিনি ‘ভুয়া সংবাদদাতা’ আখ্যায়িত করে আসছেন।

ট্রাম্পের এই কাজকে বালখিল্য আখ্যায়িত করে সিএনএনের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ প্রেসিডেন্ট পদে আসীন কোনো ব্যক্তির সঙ্গে মানায় না।

পূর্ববর্তী নিবন্ধলাস্যময়ী রূপে জ্যাকলিন ফার্নান্ডেজ
পরবর্তী নিবন্ধএ রায়ের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে : জয়নুল আবেদীন