পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার দিবাগত রাত ১টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, রোববার দিবাগত রাত ১টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ঘাট সূত্র জানান, বোববার রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়ার পদ্মার অববাহিকায় ঘনকুয়াশা তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ এতোটাই বেশী যে নিকটবর্তী কোনও কিছুই যেন দেখা কষ্ট সাধ্য ছিল। দুর্ঘটনা এড়াতে অবশেষে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পদ্মার দুপ্রান্তে কয়েকশ’ নৈশকোচসহ সহাস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকা থাকে।
পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।