সাড়ে ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পদ্মায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাক মো. সালাম হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাঝ পদ্মায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, নদীতে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করতে নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে। তবে কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমাদক মামলায় পরীমনির বিচার শুরু