সাড়ে তিনশ শিক্ষার্থীর পাঠদানে একজন শিক্ষক!

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থীকে পাঠদান দিয়ে যাচ্ছেন একজন সহকারী শিক্ষক। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্রায় অর্ধশত বছরের পুরনো ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষার নাজুক অবস্থা।
কয়েক মাস আগে প্রধান শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যান। প্রাক-প্রাথমিকের জন্য একজন শিক্ষক থাকলেও দাপ্তরিক, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমসহ সব কিছুই চলছে একজন সহকারী শিক্ষক দিয়ে।
সম্প্রতি প্রধান শিক্ষক নিয়োগ ও বদলি হলেও তদবির না থাকায় পিছিয়ে পড়া এ প্রতিষ্ঠানটির ভাগ্যে জুটেনি প্রধান শিক্ষক। অথচ রহস্যজনক কারণে প্রধান শিক্ষক ছাড়া ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা যায়, ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অনুমোদিত পদ রয়েছে পাঁচটি। অনুমোদিত পদের বেশির ভাগ শূন্য থাকায় নড়বরে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। একেইতো শিক্ষক নাই তারপরও শিক্ষকের স্বেচ্ছাচারিতায় স্কুলের প্রতি অনীহা দেখা দিয়েছে শিক্ষার্থীর ও অভিভাকদের। নিয়ম অনুযায়ী সকাল ৯ টায় অফিস করার কথা থাকলেও ১১টায় দেখা মিলে না শিক্ষকের। কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষক না পেয়ে প্রায় দিন ফিরে যাচ্ছে বাড়িতে। প্রতিষ্ঠানটির এমন অবস্থায় সন্তানদের মানুষ করার স্বপ্নভঙ্গ অভিভাবকদের। তাই কোমলমতি শিক্ষার্থীর অনেকেই পিতামাতার সহযোগী হচ্ছে কর্মক্ষেত্রে।
এমন অবস্থায় জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষকসহ শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে তাগাদা জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটিসহ সচেতন মহল। তবে সুপারিশ ও শিক্ষার্থীর আনুপাতের ভিত্তিতে প্রধান শিক্ষক না হলেও সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে ছেলের সমর্থন না পেয়ে প্রার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধদোয়ারায় সুরমা নদীর উপর নির্মাণ হবে ‘মুক্তিযোদ্ধা সেতু’