সাহেদের সঙ্গে কারা জড়িত ছিল তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসার নামে মহাপ্রতারণার দায়ে গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদের সঙ্গে কারা জড়িত ছিল সেটা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, অনেকের মনে প্রশ্ন সাহেদের মতো সমস্ত ভুয়া লোক কীভাবে সরকারের সঙ্গে কাজ করে কিংবা সরকার কীভাবে এদের স্বীকৃতি দেয়। সেটা আমরা খতিয়ে দেখছি। যদিও অনেকের মনেই সন্দেহ আছে, সেগুলো আমরা খুব সিরিয়াসলি নিয়েছি।

আজ রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) অডিটোরিয়ামে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের সঙ্গে কারা কারা জড়িত ছিল, কার সহযোগিতায় এই জায়গাটিতে তিনি (সাহেদ) আসছেন সবকিছুই আমরা তদন্ত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সব করেছেন।

সাংবাদিকদের বেতনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি যখন মফস্বলে যাই তখন সাংবাদিকদের যে দুরবস্থাটা দেখি, সেই অভিজ্ঞতাও আমার আছে। একটা আইডি কার্ড সাংবাদিক ভাইদেরকে দিয়ে বলে দেয় বেতন আজীবনই বাকি।

তিনি আরো বলেন, করোনার শুরু থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। আজ সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হচ্ছে। অনুরূপভাবে সেটিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধচীনের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন
পরবর্তী নিবন্ধবছর শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জনতা ব্যাংকের: এমডি