সাহাবউদ্দিন মেডিকেলের এমডিকে পুলিশে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে গ্রেফতারের পর গুলশান থানায় হস্তান্তর করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে তাকে হস্তান্তর করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাহাবউদ্দিনের এমডিসহ গ্রেফতার ৩ জনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তাদের আদালতে হাজির করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এমডিকে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ।

গ্রেফতার বাকি ২ জনের কতদিনের রিমান্ড আবেদন করা হবে তা জানায়নি পুলিশ।

এর আগে রোববার দিনভর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া গেলে সেখান থেকে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে এমডি ফয়সালকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সোমবার গুলশান থানায় একটি মামলাও করে র‍্যাব।

পূর্ববর্তী নিবন্ধবোরহান উদ্দিন মজুমদারের মৃত্যুতে বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের শোক
পরবর্তী নিবন্ধঈদে ট্রেন বাড়ানো হবে না : রেলমন্ত্রী