বিনোদন ডেস্ক:
এ বছর ঈদের আগের দিনসহ মোট ৮ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। তবে এবারের ঈদে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার।
দেশের জনপ্রিয় সব তারকাদের সিনেমাগুলো প্রচার করবে এটিএন। এরমধ্যে উল্লেখযোগ্য সালমান শাহ ও শাকিব খানের সিনেমা।
ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে শাকিব অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। ভার্সেটাইল মিডিয়ার ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। চলচ্চিত্রটিতে শাকিব ছাড়া আরও অভিনয় করেছেন কোর্টনী কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমূখ।
টিভি প্রিমিয়ারের তালিকায় রয়েছে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ অভিনীত এ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে। ঈদের ৩য়দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে শামীম আহমেদ রনী পরিচালিত চলচ্চিত্র ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চ্যাটার্জি, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরী আলম, শিবা সানু। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
‘বুবুজান’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে। শামীম আহমেদ রনীর পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা শানু প্রমূখ। ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমূখ শিল্পীরা ছবিটিতে অভিনয় করেছেন।
ঈদ অনুষ্ঠানমারার শেষ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র ‘যেমন জামাই তেমন বউ’। এতে অভিনয় করেছেন ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমূখ।
সিনেমা ছাড়াও এটিএন বাংলার ঈদ আয়োজনে রয়েছে নন্দিত নির্মাতা হানিফ সংকেতসহ এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ও অভিনয় শিল্পীদের নাটক। থাকছে ইমরান ও ঐশীর একক সংগীতানুষ্ঠান। এছাড়াও রয়েছে ইথুন বাবু, সাব্বির, অপু আমান, ঝিলিক, আতিয়া আনিসা, কিশোর, আতিক, মৌসুমী চৌধুরী ও কাজী শুভ’র অংশগ্রহণে গানের অনুষ্ঠান।
ছোটদের অনুষ্ঠান, কমেডি শো, ম্যাগাজিন অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে ৮ দিনের বিশেষ অনুষ্ঠানমালায়।