সালথায় সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথায় সহিংসতার ঘটনায় ৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।

সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, মৃত্যুর গুজব ছড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং থানা ঘেরাওসহ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৮৮ জনসহ তিন থেকে চার হাজার জনের নামে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। বিভিন্ন গুজব ছড়িয়ে এ তাণ্ডব চালানো হয়।

পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পূর্ববর্তী নিবন্ধগ্যাস লিকেজ থেকে মেয়রের বাড়িতে বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধছেলেসহ করোনা আক্রান্ত এমপি কিরন