সালথায় নারী-শিশু ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দীর্ঘদিন ধরে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন গ্রামে মামা বাহিনীর সদস্যদের হাতে নারী-শিশু ও সাংবাদিক নির্যাতন এবং ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ফরিদপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের মুজিব সড়কে আধাঘণ্টা ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিসহ সালথা উপজেলার কয়েক শ মানুষ অংশ নেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, আক্কাস হোসেন. শওকত আলী জাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৫ জন প্রতিনিধি বক্তব্য দেন।

বক্তারা মামা বাহিনীর অত্যাচার-নির্যাতন থেকে মানুষকে রক্ষার দাবি জানিয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে একই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্রাবে জ্বালাপোড়া হলে কী করবেন
পরবর্তী নিবন্ধপুঠিয়ায় চুরির অপবাদে গাছে বেঁধে শিশু নির্যাতন