সার বাবদ ভর্তুকি দেওয়া হয়েছে ৩ হাজার ৪৪০ কোটি টাকা : কৃষিমন্ত্রী

 পপুলার২৪নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিগত অর্থবছরে সার বাবদ ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের মো. আব্দুল মতিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বিভিন্ন দেশ থেকে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও এমএপি সার আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজার থেকে বিসিআইসি’র মাধ্যমে ইউরিয়া আমদানি করা হয়। বিএডিসি ও বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সার আমদানি করা হয়ে থাকে। সারের আমদানি মূল্য এবং ডিলারদের নিকট সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সৌদি আরব, চীন ও কাতার থেকে ১১৮২ কোটি ১৮ লাখ টাকার ইউরিয়া, তিউনেশিয়া, মরক্কো, বুলগেরিয়া ও লেবানন থেকে ৮০৯ কোটি ৪ লাখ টাকার টিএসপি, সৌদি আরব, চীন ও মরক্কো থেকে ৬৬৭ কোটি ৭৯ লাখ টাকার ডিএপি, কানাডা, রাশিয়া ও বেলারুশ থেকে ৭৫৯ কোটি ৮৩ লাখ টাকার এমওপি এবং চীন থেকে ২১ কোটি ৮৩ লাখ টাকার এমওপি সার আমদানি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএ বছরেই খুলছে রূপসী বাংলা : মেনন
পরবর্তী নিবন্ধদেশে ইকনোমিক করিডোর স্থাপনের উদ্যোগ