নিজস্ব প্রতিবেদক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন হওয়া প্রয়োজন। সার্চ কমিটি গঠন না করে আইন প্রণয়ন দরকার।
রোববার (৯ জানুয়ারি) নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য মানুষদের কমিশনে রাখতে হবে। ইউপি নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল না। ইউপি নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব দল সংলাপে অংশ নেয়নি, তাদের সংলাপে অংশ নেওয়া উচিত ছিল।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের আট সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলটির মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্ত্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।