নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির প্রশ্নের জবাব দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব সার্চ কমিটির মাধ্যমে তিনি যে নাম পাবেন সেখান থেকে ইসি গঠন করা। এ নিয়েও বিএনপি অনেক কথা বলেছে। নিয়োগকৃতরা সরকারি লোক। আরে সরকারই তো নিয়োগ দেয়; আপনি বিএনপি নিয়োগ দেবেন নাকি?
শুক্রবার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ৩১ দলের সাথে কথা বলেছেন। তার ভিত্তিতে তিনি সার্চ কমিটি করেছেন। তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিভ্রান্তি ছড়াবেন না। কোনো লাভ হবে না। বহু বিভ্রান্তি ছড়িয়েছেন, আর নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সভাপতি একেএম এ হামিদ, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।