পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চূড়ান্ত করতে সার্চ কমিটির তৃতীয় বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে শুরু হওয়া বৈঠক সন্ধ্যা পৌনে ৭টায় শেষ হয়।
আগামী ৬ ফেব্রুয়ারি আবার সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিনই নতুন নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্তভাবে প্রস্তাবনা আকারে প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।
সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কাজে সাচিবিক সহায়তা দিচ্ছে।