সারাদেশে ২০ হাজার মাদরাসা ভবন নির্মাণ করা হবে : শিক্ষামন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশে ২০ হাজার মাদরাসা ভবন নির্মাণ করা হবে। দেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত রাজধানীর মহাখালী মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে অনেক পরিবর্তন আনা হয়েছে। শুধু ইসলামী শিক্ষা নয়, এর সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।

তিনি বলেন, দেশের ৫০টি মাদরাসায় অনার্স কোর্স চালু হয়েছে। উচ্চশিক্ষার জন্য ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষা অধিদফতর, শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষকদের বেতন বৈষম্য দূর, সাধারণ শিক্ষকদের সমান মর্যাদা দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষায় এখনও যে সমস্যা রয়েছে তা আলেমদের সঙ্গে পরামর্শ করে সমাধানের চেষ্টা চলছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সিয়াম সাধনার মাসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে। এ মাসে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তাই এ মাসে বেশি বেশি ইবাদত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মাদরাসার পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে। এ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ আমরা মেনে নেব না। মাদরাসা শিক্ষা নিয়ে কেউ উস্কানিমূলক বক্তব্য দিলে আমরা বসে থাকবো না।

জমিয়াতুল মোদর্রেছীনের সভাপতি আলহাজ্জ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংসদ সদস্য বজলুল হক হারুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত
পরবর্তী নিবন্ধবিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণ মানুষ জানতে চায় : এরশাদ