সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিলে কঠোর হস্তে দমন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মাঝে মাঝে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দেয়। তবে সরকার তা কঠোর হস্তে দমন করেছে। ভবিষ্যতে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিলে তাদেরও কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৬ মে) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির দেশ। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে। কিন্তু মাঝে মাঝে একটি অপশক্তি মাথাচাড়া দেয়। ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমরা তাদের কঠোর হস্তে দমন করেছি সামনেও দমন করব। তারাই এ কাজটি করে যারা নিজেদেরকে বাঙালি পরিচয় না দিয়ে বলে- আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান। আমরা বাঙালি এটা আমাদের প্রথম পরিচয়, তারপরও ধর্মীয় পরিচয়।

 

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১২ জুন পর্যন্ত
পরবর্তী নিবন্ধইয়াসের তাণ্ডবে ওড়িশা -পশ্চিমবঙ্গে নিহত ৫