সামাজিক দূরত্ব না মেনেই মুকসুদপুরে টিসিবির পণ্য বিক্রি

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতি ও রমজান উপলক্ষে সারাদেশে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির কথা বলা হলেও সেটি মানা হচ্ছে না। বরং দেখা গেছে, ক্রেতারা গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন।
শনিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর বাজারে টিসিবির ট্রাকের সামনে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ সারি। টিসিবি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করার কথা বলা হলেও ক্রেতা-বিক্রেতা কেউ তা মানছেন না।

পূর্ববর্তী নিবন্ধ৮ মে থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু হতে পারে
পরবর্তী নিবন্ধকরোনা সংক্রমণ আরও ২ বছর অব্যাহত থাকবে: গবেষণা