পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
হত্যার অভিযোগে সাভার মডেল থানার বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ তরিকুল ইসলাম ও তিন কনস্টেবলসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সাভারের শ্যামপুর গ্রামের মৃত ইসমাইলের স্ত্রী মোছা. লিমা।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার জন্য সাভার মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি অপর তিন পুলিশ সদস্য হলেন- কনস্টেবল বাবুল, মো. মহসিন ও মো. শামিম।
মামলার আর্জিতে লিমা উল্লেখ করেন, গত ৮ জুন রাত সাড়ে ১০টায় আসামিরা তার স্বামী ইসমাইলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন তার স্বামীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তিনি আসামিদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোনো জবাব দেয়নি। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ লাশ দেখতে পান।
তার স্বামী একজন ফুল ব্যবসায়ী ছিলেন বলে জানান লিমা।