সাভার প্রতিনিধি:
সাভারে পৃথক স্থান থেকে এক শিক্ষার্থী ও এক বৃদ্ধের ঝুলন্ত এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের ডগরমোড়া, গোহাইলবাড়ি এবং বুধবার রাতে উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সবুজ মন্ডল (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ তার লাশ উদ্ধার করা হয়েছে। সে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র এবং বাগেরহাট জেলার চাঁদপুর গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সেমিস্টারের শিক্ষার্থী সবুজ মন্ডল বুধবার সাভারে তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে ওই বাসার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বেল্ট লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ জানতে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
অন্যদিকে দুপুরে উপজেলার গোহাইলবাড়ি উত্তরপাড়া বড়টেক এলাকা থেকে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লালচান সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাল চাঁন উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি সরদার পাড়া এলাকার মৃত প্রেমানন্দ সরকারের ছেলে। সে কৃষিকাজ ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
নিহতের ভাই রনি সরকার জানায়, রাতে স্ত্রীর সাথে একই ঘরে ঘুমিয়েছিল লাল চাঁন। ভোরে পার্শবর্তী বড় টেক এলাকায় ধান ক্ষেত দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে লোক মুখে জানতে পারেন লাল চাঁনের লাশ আম গাছে ঝুলছে। কিছুদিন ধরে সে অসুস্থ্য ছিল। এছাড়া কয়েকদিন ধরে সে কারো সাথে তেমন কোন কথাও বলতো না। তাই কি কারণে আত্মহত্যা করতে পারে সে ব্যাপারে স্পষ্ট না।
এব্যাপারে আশুলিয়া থানার এসআই(উপ-পরিদর্শক) কাজী নাছের বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এনার্জিপ্যাক লিমিটেড নামক ইলেকট্রিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ শেরপুর জেলার শ্রীপুর থানাধীন দাকডাপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে এনার্জিপ্যাকে ইলেকট্রিক মেকানিক হিসেবে চাকরি করতেন।
এনার্জিপ্যাক কারখানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ওমর ফারুক বলেন, আমাদের কারখানায় বৈদ্যুতিক কাজগুলোই বেশি হয়। বিকেলে টেস্টিং সেকশনে কাজ করার সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক তারে হাত লাগে। এসময় আরিফ বিদ্যুতায়িত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়। রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।