সাভারে মুজিব বর্ষ প্রথম যমুনা গ্রুপ কাপ গল্ফ টুর্নামেন্ট সম্পন্ন

সাভার প্রতিনিধি:
সাভার গল্ফ ক্লাবে তিন দিন ব্যাপী মুজিব বর্ষ প্রথম যমুনা গ্রুপ কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত টুর্নামেন্টে দেশী বিদেশী ৩৩৫ জন গল্ফার অংশ গ্রহন করেন। শনিবার সকালে তিন দিন ব্যাপী আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামস, এনডিসি, পিএসসি, চেয়ারম্যান, ব্যালটিং কমিটি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (কর্পোরেট) মোঃ আবু তারিক জিয়া চৌধুরী।
শনিবার বিকেলে সাভার গল্ফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গল্ফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
টুর্নামেন্টে জুনিয়র উইনার হয়েছে ওসামা মোঃ জাহি, লেডিস উইনার মিসেস জারাঙ্গীশ জাফরী, সিনিয়র উইনার গ্রুপ ক্যাপ্টেন আব্দুল গাফ্ফার, সুপার সিনিয়র উইনার কর্ণেল আমিন, ভ্যাটার্ন উইনার এনামুল হক চৌধুরী এবং চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ শামীম ইসলাম। এছাড়াও সাভার গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগন, ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ইউপি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন হামলা