জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুক্তার হোসেন মুক্তি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে সাভারের বিরুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত মুক্তার হোসেন সাভারের ছোটবলি মেহের এলাকার আখতার হোসেনের ছেলে।
ডিবির দাবি, মুক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নারী পাচার ও মাদক বিক্রিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।
নিহতের পরিবারের দাবি, ডিবি পরিচয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে মুক্তার হোসেনকে তুলে নেয়া হয়। শুক্রবার ভোরে তার নিহতের খবর দেয়া হয়।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, একাধিক মামলার আসামি মুক্তারকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে রাতে অন্য মাদক ব্যবসায়ীদের ধরতে বিরুলিয়া এলাকায় অভিযানে যায় পুলিশ।
উপস্থিতি টের পেয়ে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মুক্তারের সহযোগীরা। পুলিশও মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে মুক্তার হোসেন মুক্তি নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। আর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।