সাভারে পুলিশের অনুমতি পায়নি ইউনূস সেন্টার

পপুলার২৪নিউজ ডেস্ক:

সাভারের জিরাবোতে ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধিকে নিয়ে ‘সোশ্যাল বিজনেস ডের’ দুই দিনব্যাপী সম্মেলন আয়োজনে পুলিশের অনুমতি পায়নি ইউনূস সেন্টার।

শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা। জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস এবারের অনুষ্ঠানের মূল বক্তা।

বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুলিশকে ‘অন্ধকারে রেখে স্বল্প সময়ের আবেদনে’ কাউকে কোনো আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব নয়।
জিরাবোর নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে শুক্রবার এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার কথা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের।

এছাড়া ওয়ার্ল্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোজোরও সেখানে বক্তৃতা দেওয়ার কথা।

ইউনূস সেন্টারের একজন মুখপাত্র জানান, সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দপ্তরে গত ২০ জুলাই চিঠি পাঠান তারা।

ওই চিঠি ২০ থেকে ২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলোতে পৌঁছায় বলে ইউনূস সেন্টারের পাঠানো অনুলিপিতে দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধমুঠোফোন দিয়ে নিয়ন্ত্রণ হবে ওয়ালটনের নতুন স্মার্ট টিভি
পরবর্তী নিবন্ধবিচারকদের শৃঙ্খলা বিধিমালা প্রধান বিচারপতির কাছে