সাভারে গৃহপরিচারিকা নির্যাতনে গৃহকর্ত্রী গ্রেফতার

পপুলার২৪নিউজ ,সাভার প্রতিনিধি:
সাভারে হোসনে আরা (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার ওপর নির্মম নির্যাতন চালিয়েছে গৃহকর্ত্রী শিমু আখতার। গরম খুন্তির ছেঁকা দিয়ে শিশুটির দু’টি স্তন পুড়িয়ে দেয়া হয়েছে।

পুলিশ এই বর্ববর নির্যাতনের খবর পেয়ে ওই গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে।

সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার কাপড় ব্যবসায়ী সাইফ মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

সাভার সার্কেল এএসপি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্যাতনের শিকার ওই শিশু গৃহপরিচারিকাকে ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, সময় মতো কাজ করতে না পারায় গৃহকর্ত্রী শিমু আখতার গরম খুন্তির ছেঁকা দিয়ে শিশুটির বুকের দু’টি স্তন পুড়িয়ে দিয়েছে।

নির্যাতনের শিকার শিশুটির মা জাহানরা জানান, তার মেয়ে গত নয় মাস ধরে সাভারের রাজাশন এলাকায় কাপড় ব্যবসায়ী সাইফ মিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিল।

মঙ্গলবার রাতে কাজে দেরি হওয়ায় ওই ব্যবসায়ীর স্ত্রী গৃহকর্ত্রী শিমু আখতার গরম খুন্তি দিয়ে তার বুকে ছেঁকা দেয়। শিশুটি যন্ত্রণায় কাতর অবস্থায় ওই বাড়ি থেকে পালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সাভার থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়।

পরে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে গৃহকর্ত্রী শিমু আখতারকে আটক করে। এদিকে খবর পেয়ে ময়মনসিংহ থেকে সাভারে আসেন শিশুটির মা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, চিকিৎসার জন্য এস আই জামালের তত্ত্ববধানে একজন মহিলা কনস্টেবলের সঙ্গে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সঙ্গে তার মা জাহানারাও আছেন।

তিনি বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্য়াতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় গৃহকর্ত্রী ও তার মেয়েকে আসামি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভারত
পরবর্তী নিবন্ধআদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে আসামিরা : বাতেন