উপজেলা প্রতিনিধি
সাভারে চলন্ত অ্যাম্বুলেন্সে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা দিলে সেটিতে আগুন ধরে যায়। একই সময় পেছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস সামনের যাত্রীবাহী বাসে ধাক্কা দিলে তিনটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। বাস দুটির আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী মঞ্জুর কাদির বলেন, রাত দুই টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে একটি অ্যাম্বুলেন্সে যাচ্ছিল। পেছনে আরও দুটি যাত্রীবাহী বাস ছিল। অ্যাম্বুলেন্সটি পুলিশ টাউনের সামনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে। এ সময় পেছনে থাকা যাত্রীবাহী বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ বাসটির পেছনে থাকা যাত্রীবাহী বাসটিও সামনেরটিকে ধাক্কা দেয়। ফলে তিনটি বাহনেই আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। বাস দুটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিলেও অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যান।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে চলন্ত অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।