সাবেক সংসদ সদস্য রেজা আলী মারা গেছেন

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালের সাবেক সংসদ সদস্য রেজা আলী (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মিরান আলী।

তিনি বলেন, ‘বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জোহর সিঙ্গাপুরের বিডেফোর্ড রোডের একটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।’

রেজা আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ৬২’র ছাত্র আন্দোলনের সময় তিনি গ্রেফতার হয়ে বেশ কয়েক বছর জেলে ছিলেন। পরে ১৯৬৩ সালে প্রাদেশিক সম্মেলনের মধ্যদিয়ে গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক হন।

ষাটের দশকের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী ছাত্র আন্দোলন ও বৃহত্তর গণ-আন্দোলনে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন।

২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রেজা আলী।

তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯
পরবর্তী নিবন্ধএকটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই: নতুন রাষ্ট্রপতি