সাবেক গভর্নর খোরশেদ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলম আর নেই। বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মো. খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন এবং টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সাবেক এ গভর্নর একজন ভাষাসৈনিক, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।

১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন খোরশেদ আলম। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৪১তম বিসিএস প্রিলির ফল হতে পারে বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধ১ ও ৪ আগস্ট শেয়ারবাজারেও লেনদেন বন্ধ