সাবিনারা ভুটানে, কৃষ্ণারা ক্যাম্পে

স্পোর্টস ডেস্ক:
ভুটানের নারী ফুটবল লিগ খেলতে আজ সকালে বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া। থিম্পুতে তারা পৌঁছানোর পর ক্লাব পারো এফসি’র কর্মকর্তারা তাদের অর্ভ্যথনা জানায়।

ভুটানের নারী লিগে বাংলাদেশের আরো দুই খেলোয়াড় গোলরক্ষক রুপ্না চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীনের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার বিষয় চূড়ান্ত। সাগরিকা বয়স জটিলতায় শেষ মুহুর্তে নিবন্ধন করতে পারেননি। তার পরিবর্তে সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারের সঙ্গে আলোচনা করছে ভুটানের ক্লাবটি। কৃষ্ণার বিষয়টি চূড়ান্ত হলে মাসুরা, রুপ্না একসঙ্গে ভুটানে রওনা হবেন। কৃষ্ণা ছাড়াও সানজিদা, সিনিয়র শামসুন্নাহারেরও ভুটানের লিগে খেলার সম্ভাবনা রয়েছে। বাফুফে তাদেরও ছাড়পত্র দিয়েছে।

জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই লক্ষ্যে বাফুফে ৫৫ জন নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে। আজ দুপুরের দিকে কৃষ্ণা রানী সরকারসহ আরো অনেক ফুটবলার যোগ দিয়েছেন। রাতের মধ্যেই প্রায় সবার এসে পড়ার কথা। বাটলার আজ রাতে ঢাকায় আসার কথা।

আগামীকাল সকাল ও বিকেল দুই বেলা জিম সেশনের সূচি রয়েছে। দুই সেশনেই বাটলার উপস্থিত থাকবেন।

বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ জন। এদের মধ্যে চার জন ভুটান গেছেন। আরো যাওয়ার সম্ভাবনা আছে। যারা ভুটান যাবেন না বা পরে যাবেন, তারা ভুটান যাওয়ার আগ পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন করবেন কিনা সেটাই দেখার বিষয়।

কোচিং স্টাফ ও ফেডারেশনের ধারণা, ভুটান যাওয়ার আগ পর্যন্ত রুপ্না, মাসুরা, কৃষ্ণারা বাটলারের অনুশীলনে থাকবেন। যারা ভুটানে যাবেন না তারাও এই কোচের অধীনে থাকবেন। ফুটবলাররা খানিকটা নমনীয় হলেও কেউ এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি। আজ রাতে বা আগামীকাল সকালে সবাই আলোচনা করে একই পদক্ষেপ নিতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধএই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর : নাহিদ রানা
পরবর্তী নিবন্ধঅবসর নিয়ে গুঞ্জন, মুখ খুললেন ধোনি