ক্রিকেটার সানির ১ দিনের রিমান্ড মঞ্জুর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
20তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের বাম-হাতি অফ স্পিনার আরাফাত সানির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ে সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার ভোরে নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, চার-পাঁচ দিন আগে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, সানি দীর্ঘদিন ধরে ওই তরুণীর নোংরা ছবি প্রকাশের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ এসেছে।

অবশ্য গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদে সানি বিষয়টি স্বীকার করে কোনো তথ্য দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানাতে চাননি ওসি।

পূর্ববর্তী নিবন্ধএক মিনিটেই বিক্রি হয়ে গেছে নকিয়ার নতুন স্মার্টফোন
পরবর্তী নিবন্ধএবার পতনের মিছিলে মারেও