সাদা মনের সাধারণ ভিসি

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গত শুক্রবার মসজিদে নামাজ আদায় করতে গিয়ে জায়গা না পেয়ে রাস্তায় বসেই নামাজ আদায় করেন। এরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা শেয়ার করে লিখছেন, ‘এই হলেন আমাদের সাদা মনের সাধারণ ভিসি। ‘

সবুজ তালুকদার নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, ‘নীল পাঞ্জাবি আর সাদা টুপি পড়া লোকটি আমাদের উপাচার্য। মসজিদটিও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। দেরীতে আসায় জায়গা না পেয়ে রাস্তায় স্যার। ছবিটি তাদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি নিয়ে নাক সিটকায়। ‘

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তি নিশ্চই বড় ধরনের এস্কর্ট নিয়ে চলাফেরা করবেন। এটা খুবই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র লিখেছেন, ‘যেদেশে একজন ওয়ার্ড কমিশনার চলাফেরার সময় আশেপাশে ২০-২৫ থাকেন। মসজিদে নামাজ পড়তে গেলেও সম্মান করে হলেও তাঁকে সামনের কাতারে নিয়ে যাওয়া হয়। আর ঢাবি ভিসি। নামাজের সময়ে যে অভিলাষের প্রকাশ ঘটাতে হবে এমন কোনো বিষয় তারমধ্যে নেই। শুধু তাই নয়। নামাজের সময় রাস্তায় খুব সাধারণভাবেই বসে পড়ে নামাজ আদায় করতে পারেন। ‘

পূর্ববর্তী নিবন্ধমুশফিককে আউট করে অশ্বিনের ‘২৫০’
পরবর্তী নিবন্ধতাসকিনের জোড়া আঘাত