বিনোদন ডেস্ক:
সিনেমায় নাম লিখিয়ে যখন জনপ্রিয়তার পালে ডানা মেলেছিলেন ঠিক সেসময় বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কোহিনূর কেমিক্যালের তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপনে কাজ করেছিলেন ২০১৮ সালে। সে বছরের ৩ মার্চ প্রচারে আসা বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র।
টিভিসিতে বুবলীর নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। বুবলী মনে করেন এই বিজ্ঞাপনটি তাকে শহর-নগর ছাড়িয়ে গ্রাম বাংলার মানুষের কাছেও রাতারাতি পৌঁছে দিয়েছিল।
প্রায় সাত বছর পর আবারও সেই পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। সম্প্রতি নির্মিত হয়েছে তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপন। তবে এবার ভারতে নয়, বাংলাদেশেই চিত্রায়িত হয়েছে টিভিসিটি। ভারতের সনক মিত্র এবং তার পুরো টিম বাংলাদেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করে গেছেন।
আবারও তিব্বত বিউটি সোপের মডেল হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, ‘বিশ্বের অনেক বড় তারকারা সাবানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এইসব বিজ্ঞাপনগুলো খুব সহজেই দর্শকের নজর কাড়ে। আমি সাত বছর আগে তিব্বত সাবানের মডেল হয়ে সেই অভিজ্ঞতা পেয়েছি। আশা করছি নতুন বিজ্ঞাপনটি আরও অনেক বেশি আলোচিত হবে।’
এদিকে কিছুদিন আগে বুবলী ‘বিগ প্রোডাকশনস’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এর। নায়িকা জানান, আগামী কোরবানি ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে। এরপর তিনি হাত দেবেন সিনেমা নির্মাণে।