সাত ঘণ্টা পর টঙ্গী ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি:

সাত ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ জুন) ভোরে ফায়ারসার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে চারটি গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। এসময় তিনজন আহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত ৯টার দিকে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর দুইটি ইউনিট সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১১ জুন) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টাকালে তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী সবুজ বলেন, বৃহস্পতিবার (১০ জুন) গুদামে ঝুটের মালামাল মজুদ করা হয়। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা সমস্যায় ১০ লাখ টাকা করে পাচ্ছেন কাউন্সিলররা
পরবর্তী নিবন্ধরাজশাহীতে ৭ দিনের লকডাউন ঘোষণা