সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে।

সোমবার দুপুরে বিচারপিত ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এর আগে সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ র্পূণগঠন করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মামলায় ৩৫ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ২৩ জন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জন।

এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতটি লাশ। নিহত বাকিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

গত ১৬ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আপিল শুনানিতে সাত দিনের মধ্যে রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।

এর আগে ৭ মে সাত খুন হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের পেপারবুক (মামলার সারসংক্ষেপ) সরকারি ছাপাখানা থেকে হাইকোর্টে এসে পৌঁছে।

পূর্ববর্তী নিবন্ধআহসানউল্লাহর সেই শিক্ষককে আত্মসমর্পণের নির্দেশ
পরবর্তী নিবন্ধঢাবি ছাত্রীর মৃত্যু:সেন্ট্রালের ৮ চিকিৎসকের জামিন