সাত খুনের রায় বহাল থাকবে: সেতুমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
38নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের রায়ের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাত খুন মামলায় নিম্ন আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছেন; আমরা আশা করি এ রায় উচ্চ আদালতেও একই থাকবে, বহাল থাকবে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ সোমবার দুপুরে সাংবাদিকরা রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ সরকারের আমলে ন্যায়বিচার যে হয়, সাত খুনের মামলার এ রায়ই তার প্রমাণ। এ মামলা থেকে কেউ পার পেয়ে যেতে পারে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবেন না। সে যতই প্রভাবশালী হোক। এ দেশে আর বিচারহীনতা সম্ভব নয়।

এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, সাবেক র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্য।

আর মামলার শুরু থেকেই র‍্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধপ্রেম করার কথা স্বীকার করলেন সোনম
পরবর্তী নিবন্ধবাউন্সার নিয়ে অভিযোগ নেই তামিমের