সাতক্ষীরা হরিণের মাংসসহ দুই শিকারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সাত কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্টগার্ড দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের বিনয় মণ্ডলের ছেলে ৩৫ বছর বয়সী রবীন্দ্রনাথ মণ্ডল ও একই উপজেলার হরিনগর গ্রামের আফতাব সানার ছেলে ৪৫ বছর বয়সী মো. আব্দুল মাজেদ সানা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ শ্যামনগরের কৈখালী বিসিজি স্টেশনের সদস্যরা রাত ৯টার দিকে সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালান। এ সময় একটি মটরসাইকেলসহ হরিণ শিকারি রবীন্দ্রনাথ ও মাজেদকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাত কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধার করা হরিণের মাংস, মোটরসাইকেল ও আটকদের যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার মরগাং ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে নতুন করে আরও ১৩৭ জনের করোনা পজিটিভ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৭ ফেব্রুয়ারি বইমেলা শুরু