পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় দোকান মালিকের চুরির অপবাদ সইতে না পেরে আলিম (৩২) নামে এক কর্মচারী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোরে জেলা শহরের পলাশপোলের বউবাজার এলাকার নিজ বাড়ি থেকে আলিমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলীম ওই এলাকার আবদুর রহমানের ছেলে।
আলিমের বাবা আবদুর রহমান বলেন, কাজের আগাম অর্ডার হিসাবে আলিমের কাছে ৩০ হাজার টাকা দিয়েছিল দোকান মালিক লাল্টু। সময় মতো কাজ টাকা দিতে পারছিল না ছেলে।
এ নিয়ে দোকান মালিক ছেলেকে বলে, ‘তোর কাছে ৩০ হাজার টাকা পাব। দোকানের মাল চুরি বাবদ আরও ৩০ হাজার। মোট ৬০ হাজার টাকা। এই টাকা না দিলে তোর খবর আছে’।
এ নিয়ে আমি দোকানে লাল্টুকে স্ট্যাম্পে লিখে দিয়ে এসেছি, শিগগিরই পাওনা টাকা দিয়ে দেব। তাতেও মন গলেনি তার। অবশেষে ছেলেটিকে চুরির অপবাদ দিল।
আবদুল আলিমের স্ত্রী নার্গিস খাতুন জানান ‘চুরির অপবাদ শুনে বাড়ি এসে মন খারাপ করে বসেছিলেন তার স্বামী (আলিম)। তাকে অনেক বুঝিয়েছিলাম। তারপরও আমাদের সবার অগোচরে বাড়ির একটি নির্মাণাধীন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, লাশের সুরতহাল রিপোর্ট হয়েছে, এখন ময়নাতদন্ত হবে।
চুরির অপবাদ দিয়ে আবদুল আলিমকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তের ব্যাপার। এদিকে লাল্টু তার দোকান (লাল্টু মেটাল) বন্ধ রেখে গা ঢাকা দিয়েছেন। তার মোবাইলও বন্ধ পাওয় যাচ্ছে।
তদন্তে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই।