সাতক্ষীরায় অস্ত্রসহ ২ বনদস্যু আটক

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা এলাকা থেকে দুটি অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই বনদস্যুরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের রাজ্জাক মালীর ছেলে বনদস্যু বায়েজিদ হোসেন (৩৫) ও একই ইউনিয়নের চকবারা গ্রামের মইরুদ্দীন সরদারের ছেলে বনদস্যু মুকুল সরদার (৩৪)। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই বনদস্যুকে অস্ত্রসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই বনদস্যু লোকালয়ে এসে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এসআই মইনুল আহসান কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। একপর্যায়ে বনদস্যু বায়েজিদ হোসেনের খোলপেটুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকেসহ তার সহযোগী মুকুল সরদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি দুটি শাটারগান।

পূর্ববর্তী নিবন্ধযে ঘটনায় একে-৪৭ বিশ্বের আলোচিত অস্ত্র
পরবর্তী নিবন্ধমুসলিম নামের ওপর চীনে নিষেধাজ্ঞা জারি