জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় নতুন পৌরসভা হলো শ্যামনগর। গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশে শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ খবর নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করল। সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক শ্যামনগর পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
এর আগে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পৌরসভা গঠন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সুন্দরবনের পাশে অবস্থিত এ উপজেলা সদরকে ‘সি’ শ্রেণির পৌরসভার অনুমোদন দেওয়া হয়।
এদিকে শ্যামনগরকে পৌরসভার মর্যাদা দিয়ে উপকূলবাসির দাবি পূরণ করায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন শ্যামনগরের সাধারণ মানুষ। সরকার শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করলে আশায় বুক বেঁধেছিলেন মানুষ। অবশেষে সে আশা পূরণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জি এম আকবর কবির বলেন, শেখ হাসিনা শ্যামনগরবাসীকে পৌরসভা উপহার দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপকূলীয় এ উপজেলার মানুষ এবার পৌরসভার সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, উপকূলীয় এ উপজেলায় প্রথম পৌরসভা হতে যাচ্ছে। বিষয়টি শুনেছি। এখনো অফিসিয়ালি কোনো চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর পৌরসভার কার্যক্রম শুরু হবে।