সাকিবের বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক:
তৃতীয়বারে এসে অবশেষে মুক্তি। বোলিং করা নিয়ে আর কোনো বাধা রইলো না সাকিব আল হাসানের। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা এই অলরাউন্ডার। গতকাল মধ্যরাতের পর এই খবর সামনে আসে। ঢাকা পোস্টকে খবরটি নিশ্চিত করেছিল সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।

বোলিং পরীক্ষায় বৈধতা ফিরে পাওয়ার পর আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’

আরও বলা হয়, ‘ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’

এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। তার আগে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব।

প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

এরপর প্রথমে বার্মিংহ্যামের লাফবরো ইউনিরভার্সিটির ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। পরে ভারতে ২১ ডিসেম্বর চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দেওয়া পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব। যে কারণে আগের মতোই নিষিদ্ধ থাকতে হয় সাকিবকে।

বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় সাকিব মিস করেছেন দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটাও। কেবল ব্যাটার সাকিবকে বিবেচনায় রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তবে এবারে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের সাকিব খেলার সুযোগ পাচ্ছেন কি না সেটাও দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধরোযা রেখে ডাচদের বিপক্ষে নামছেন ইয়ামাল, যা বলছেন স্পেন কোচ
পরবর্তী নিবন্ধরোহিতদের বিশাল অঙ্কের বোনাস দিচ্ছে ভারত