দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২৩ মার্চ মাঠে গড়াবে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্ট। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে চোটের কারণে তার আইপিএল নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিংয়ের সময় বাঁহাতের আঙুলে চোট পান সাকিব। এ কারণে নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে টেস্টে দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
চোট থেকে সেরে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন সাকিব। তা সত্ত্বেও তার আইপিএল খেলা নিয়ে জমেছে শঙ্কার মেঘ। সামনে ইংল্যান্ড বিশ্বকাপ। এর মাস দুয়েক আগে দলের এমন অপরিহার্য ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, সাকিব একটি চোট থেকে এসেছেন। আমি আশা করি, পরবর্তী মূল্যয়নের পর তার আইপিএলে খেলার বিষয়টি পরিস্কার হবে।
শোনা যাচ্ছে, খেললেও সাকিবকে পুরো আইপিএলে নাও দেখা যেতে পারে। অনুমতি দেয়া হতে পারে কিছু ম্যাচ খেলার জন্য।
এর আগে বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ফিট হতে ২০ মার্চ নাগাদ অপেক্ষা করতে হবে সাকিবকে। এরপর অনুশীলন করবেন তিনি। হবে ফিটনেস পরীক্ষা। তার ওপরই নির্ভর করছে বিশ্বসেরা অলরাউন্ডারের আইপিএল খেলার সিদ্ধান্ত।
টুর্নামেন্টে ২৪ মার্চ প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্সরা। ম্যাচটি হবে ইডেন গার্ডেনে।