সাকিবের অর্ধশতক

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে শনিবার তৃতীয় দিনের খেলা চলছে। প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫৫/৪। সাকিব আল হাসান ৫১ এবং মুশফিকুর রহিম ১৪ রানে ব্যাট করছেন।

রানের পাহাড়ে চাপা পড়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ৪১ রান। ২৪ রানের সঙ্গে তিন যোগ করেই ঝুঁকিপূর্ণ ডাবল নিতে গিয়ে রানআউট হন তামিম ইকবাল।

এরপর ৬৪ রানে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেলেন মুমিনুল হক, ১২ রান করে। আর দলীয় ১০৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৮) এলবিডব্লিউ করেন ইশান্ত শর্মা। সেখান থেকে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম।

এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬৮৭ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান শাহ ১০৬ করেন।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী সংঘ’র নতুন সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক নাসিম
পরবর্তী নিবন্ধবিএনপি নির্বাচন কমিশন প্রধান চায় রাজাকারকে: ইনু