বুধবার সুপারজায়ান্ট পুনেকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে গেছে গম্ভীর বাহিনী।
তবে মাঝখানে দু’একটি ম্যাচে দলের বাজে পারফরমেন্সের কারণে ড্রেসিংরুমে সাকিবদের দল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছিলেন গম্ভীর।
সম্প্রতি ভারতের একটি দৈনিকে গম্ভীর নিজেই এ তথ্য জানান।
ইডেনে গুজরাটের বিপক্ষে ফিল্ডারদের ব্যর্থতায় হেরে বসে কলকাতা। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গম্ভীরের দল। মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় কলকাতা।
পরে ফিল্ডিংয়ে নামার আগে টিম মেটদের সঙ্গে সংক্ষিপ্ত জরুরি মিটিং করেন গম্ভীর।
টিম মিটিং সম্পর্কে গম্ভীর তার কলামে বলেন, ‘আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। বিরতির সময় সবাইকে ডেকে ছোট একটা মিটিং করে নিলাম। সতীর্থদের লড়াই করার জন্য তাগাদা দিলাম। আর এটা বলে হুমকি দিয়েছি, কেউ যদি দল থেকে বাদ পড়ে যায় তাহলে আমার অধিনায়কত্বে এটাই তার শেষ ম্যাচ হবে।’